ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার নিন্দা শেখ হাসিনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার নিন্দা শেখ হাসিনার

ঢাকা: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো-কে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

স্লোভাকিয়ার রাষ্ট্রপতি জুজানা কাপুতোভার কাছে লেখা এক পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর জঘন্য হত্যা চেষ্টার কথা জানতে পেরে বাংলাদেশের জনগণ এবং আমি গভীরভাবে মর্মাহত ও শঙ্কিত।

তিনি বলেন, দ্রুত তার সুস্থতা কামনা করছি এবং স্লোভাকিয়ার জনগণ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নির্বোধ সহিংসতা একটি বৈশ্বিক গণতান্ত্রিক রীতি ও মূল্যবোধের ওপর হামলা এবং আমি এর তীব্র নিন্দা জানাই।

শেখ হাসিনা আরও বলেন, এই দুঃসময়ে আমি স্লোভাকিয়ার জনগণের পাশে আছি।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।