ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল নানির, ৪৫ দিনের নাতি অক্ষত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ২, ২০২৪
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল নানির, ৪৫ দিনের নাতি অক্ষত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় চলন্ত পিকআপ ভ্যানের চাপায় জেসমিন আক্তার (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা মেয়ে রোমানা আক্তার ও কোলে থাকা নাতি রাহাত ইসলাম অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে। জেসমিন রায়পুর উপজেলার চর মোহনা গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী।

নিহতের মেয়ে রোমানা আক্তার জানান, মাকে সঙ্গে নিয়ে রোমানা তার ৪৫ দিন বয়সী ছেলে রাহাত ইসলামকে দালাল বাজারের একটি ক্লিনিকে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। দালাল বাজার খোয়া সাগর দিঘির পাড়ে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তারা। শিশুটি নানি জেসমিনের কোলে ছিল। এসময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান জেসমিন আক্তারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি। গুরুতর অবস্থায় জেসমিনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।  

দালাল বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।