ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিবারসহ সাবেক এমপি মোমিন তালুকদারের বিরুদ্ধে চার্জশিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২, ২০২৪
পরিবারসহ সাবেক এমপি মোমিন তালুকদারের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার, তার স্ত্রী মাসুদা মোমিন ও মেয়ে নাসিমা মোমিনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধ করায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত সাক্ষ্য-স্মারক ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন পরিতুষ্ট হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৫ এর উপ-বিধি ১ এ প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে।

এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ২, ২০২৪
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।