ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২, ২০২৪
১০ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার: উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি ১০ জেলেকে ধরে নিয়ে গেছে। তারা সীমান্ত সংলগ্ন নাফ নদীতে মাছ ধরছিলেন বলে জানা গেছে।

বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

যাদের ধরে নিয়ে গেছে তারা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) এবং আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

বৃহস্পতিবার (২ মে) উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগীরা খালের মুখে মাছ ধরছিলেন। এ সময় আরকান আর্মির সদস্যরা এসে তাদের ধরে নিয়ে যায়। রহমতের বিল সীমান্তে মিয়ানমার অংশে বর্তমানে সে দেশের কোনো সরকারি বাহিনী নেই। পুরো এলাকাটি আরাকান আর্মির দখলে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, বুধবার রাতেই বিষয়টি বর্ডার গার্ডকে (বিজিবি) জানানো হয়েছে। বিজিবির হস্তক্ষেপে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।