ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ৪, ২০২৪
ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় নূরে মোস্তফা (২৪) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোস্তফা নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড়মোড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।  

জানা গেছে, ফতুল্লার পাগলা থেকে ইজিবাইকে করে পঞ্চবটি আসছিলেন মোস্তফা। পথে দাপা এলাকায় এলে ইজিবাইকটির পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এ সময় ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন যাত্রী মোস্তফা। তাকে উদ্ধার করে জেলা শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।