ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ৮, ২০২৪
লাকসামে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম

কুমিল্লা: দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে আজ। এদের মধ্যে একটি কুমিল্লার লাকসাম উপজেলা।

বুধবার (৮ মে) সকাল  ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।  

তবে সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম। অন্যান্য সব কেন্দ্রের মতো নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরেও লোকজন কম দেখা গেল। মানুষের জটলা নেই সেখানে।  

একটু পর পর মোবাইল টিম কেন্দ্র ঘুরে যাচ্ছে। বাইরে র‌্যাব টিমের টহল। ভোটার লাইনে ১৮-১৯ বয়সী পাঁচ-ছয়জন তরুণকে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া ভোটার ছিল হাতেগোণা।  

অন্যান্য ভোটারদের মতো তারা কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছে না। গলায় একজন প্রার্থীর ব্যাজ ঝুলিয়ে তারা সারিতেই দাঁড়ানো।  

আপনারা ভোট দিচ্ছেন না কেন জানতে চাইলে তরুণরা বলেন, ‘আমরা ভোট দিলে বাইরে ভোটার দেখা যাবে না। ’ 

এসময় আরেকজন তরুণ আঞ্চলিক ভাষায় বলে ওঠেন, ‘আন্নেরা সাংবাদিকেরা এডিট করি (ছবি এডিট করে ভোটার বেশি দেখানো) ভোটার বাড়াই দিয়েন। ’ 

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এখানে মোট ভোটার ২৫৬০ জন। সব বুথে কিছু ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে বলে আশা করি।  

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।