ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মে ১১, ২০২৪
খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ি: আদালতের বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মামলা দ্রুত নিষ্পত্তিসহ খাগড়াছড়ি জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিচার প্রশাসনে গতিশীলতা আনার বিষয়ে বিচার বিভাগীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) সকালে জেলা জজ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবদুল্লাহ আল মামুন।

সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, রিজিয়ন প্রতিনিধি মেজর মো. জাবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ চাকমা।

এ সময় সেখানে বিচারক, বিজিবি প্রতিনিধিসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১১, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।