ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ১২, ২০২৪
গোপালগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূ নুরী বেগম ওরফে মুনিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (১২ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরী বেগম গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল চরপাড়া গ্রামের মুক্ত মোল্যার মেয়ে ও মোছরা গ্রামের আশিকুর রহমান শেখের স্ত্রী।

নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বিয়ের পর থেকে পরিবারিক কলহ নিয়ে স্ত্রী নুরী বেগমের ওপর বিভিন্ন সময় নির্যাতন করতেন স্বামী আশিকুর রহমান শেখ। এর জেরে রোববার সকালে মুনিয়াকে বেদম মারধার করেন তার আশিকুর। একপর্যায়ে স্ত্রী মুনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুনিয়াকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে স্বামী আশিকুর রহমান শেখকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে মামলা হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।