ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

থেমে থাকা মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা পেল বরযাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ১৩, ২০২৪
থেমে থাকা মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা পেল বরযাত্রী

বরিশাল: বিয়ের আয়োজনে যোগ দিতে মাইক্রোবাস যোগে যাচ্ছিল বরযাত্রী। নামাজের সময় হলে সড়কের পাশে মাইক্রোবাস থামিয়ে সবাই মসজিদে যান।

এ সময় আগুন লাগে মাইক্রোবাসটিতে। সবাই নামাজে যাওয়ায় খালি গাড়ি পুড়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি।

সোমবার (১৩ মে) বিকেলে বরিশাল নগরের কাশিপুর চৌমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।  

তিনি জানান, বরিশাল সদর উপজেলার রায়পাশা বারুজ্জেরহাট এলাকা থেকে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি মাদারীপুরে যাচ্ছিল। পথে কাশিপুর চৌমাথায় এসে বরযাত্রীসহ সকলে নামাজের জন্য মসজিদে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই মাইক্রোবাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, মাইক্রোবাসটিতে বরসহ ৭ জন যাত্রী ছিলেন। সবাই নামাজে যাওয়ায় কেউ আহত হননি।

বরিশাল ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম রসূল জানান, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসটির ইঞ্জিন গরম হয়ে আগুন লেগেছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।