ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৫ মে) রাত সোয়া ১২টা দিকে বনানী মালঞ্চ গেটের পাশের রেললাইনে পঞ্চগড় এক্সপ্রেস নামে চলন্ত ট্রেন থেকে পড়ে ১২ বছরের ওই শিশুর মৃত্যু হয়। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

নিহত শিশুর পরণে ছিল লাল সাদা রংয়ের গেঞ্জি ও হাফপ্যান্ট। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটি চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল। সে ভবঘুরে ভাসমান শিশু হতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।