ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামুতে ২ কেজি ক্রিস্টাল মেথসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ১৭, ২০২৪
রামুতে ২ কেজি ক্রিস্টাল মেথসহ আটক ১

কক্সবাজার: জেলার রামুতে গাড়ি তল্লাশি করে পৌনে দুই কেজির বেশি ক্রিস্টাল মেথসহ (আইস) এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১০টার দিকে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া আভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. নূর মোহাম্মদ (৩৯) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার আলী হোছেনের ছেলে।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রামু উপজেলার মরিচ্যা-গোয়ালিয়া আভ্যন্তরীণ সড়কের গোয়ালিয়া লিংক রোড এলাকায় যানবাহনে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা। এক পর্যায়ে মরিচ্যা দিক থেকে আসা একটি অটোরিকশায় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় লোকটির সঙ্গে থাকা শপিং ব্যাগে মধ্যে থেকে ১ কেজি ৯৮০ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।