ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, ভৈরব ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ২০, ২০২৪
র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, ভৈরব ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

কিশোরগঞ্জ: র‌্যাবের হেফাজতে নারী আসামির মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৯ মে) র‌্যাব হেডকোয়ার্টার থেকে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

সোমবার (২০ মে) থেকে আদেশটি কার্যকর হবে বলেও জানা গেছে। ইতোমধ্যে র‌্যাব-১৪ সিপিসি-২ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সালকে প্রত্যাহারের বিষয়টি অবগত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মে রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় রেখা আক্তার (২০) নামে এক গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি নিহত নারীর (রেখা আক্তার) স্বামী তাইজুল ইসলাম মিলন ও তার মা সুরাইয়া খাতুনকে আটক করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। সেখান থেকে শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় সুরাইয়া খাতুনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, মে ২০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।