ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জেলা ছাত্রদল সভাপতির ফাঁসির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ফরিদপুরে জেলা ছাত্রদল সভাপতির ফাঁসির দাবি

ফরিদপুর: ফরিদপুর শহরের বায়তুল আমান বটতলা এলাকায় সবুজ মোল্লা নামে এক যুবক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আদনান হোসেন অনুর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৬ মে) বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে নিহতের স্বজনরা।

আদনান হোসেন অনু বর্তমানে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ফরিদপুর শহরের বায়তুল আমান বটতলা এলাকায় ২০২২ সালের ৪ জুলাই সবুজ মোল্লা নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যামামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আদনান হোসেন। হত্যামামলার অনেক আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি আদনান হোসেন পলাতক থাকায় তাকে এতোদিন গ্রেপ্তার করা যায়নি।  

গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের কর্মী সম্মেলনে প্রবেশকালে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারের তিনদিন পর গতকাল রোববার (২৬ মে) নিহতের স্বজনরাসহ এলাকাবাসী আদনান হোসেন অনুর ফাঁসির দাবিতে মানববন্ধন করে।  

মানববন্ধনে শহরের বাইতুল আমানে আলোচিত ফারুক হত্যা, রুহুল হত্যা, মেহেদী হত্যা ও ঢাকায় ২৮ অক্টোবর পুলিশ হত্যার ঘটনায় সৈয়দ আদনান হোসেন অনু জড়িত বলে দাবি করেন বক্তারা।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, বায়তুল আমান এলাকায় নিহত সবুজ মোল্যার বাবা শহীদ মোল্লা, মা কুলসুম বেগম, খালা রেহেনা বেগম, প্রত্যয় আনোয়ার ও নাজমুল ইসলাম সুমনসহ অন্যান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, আদনান হোসেন অনুকে বায়তুল আমান এলাকার শীর্ষ সন্ত্রাসী। সবুজ হত্যায় তার ফাঁসি চাই। অন্যান্য আসামিরা জামিনে বেরিয়ে এসে এখন আমাদের পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে। এজন্য আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।  

অবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।