ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট, বিভিন্ন স্থানে বন্ধ সরবরাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
নারায়ণগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট, বিভিন্ন স্থানে বন্ধ সরবরাহ

নারায়ণগঞ্জ: জেলায় ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারে গাছ পড়ে জেলাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরের পর থেকে এ কারণে জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

আর যেসব এলাকায় বিদ্যুৎ আছে সেখানেও আছে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট।

এরআগে, রোববার (২৬ মে) রাত থেকে আড়াইহাজারের প্রায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

এদিকে সোমবার দুপুর থেকে সোনারগাঁও, ফতুল্লা ও রূপগঞ্জে প্রায় ৯০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার পর থেকে শহর ও আশপাশের এলাকায়ও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। সকাল থেকে বন্দরে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট আছে বলে জানিয়েছেন গ্রাহকরা।

এদিকে এ বিষয়ে কথা বলতে একাধিকবার ডিপিডিসি নারায়ণগঞ্জ অফিসে ফোন দেওয়া হলেও কেউ ফোন ধরেননি।

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, উপজেলায় শুধু সদর এলাকায় রোস্টারিং করে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। বাকি বিভিন্ন এলাকায় ৩/৪টি খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ ভেঙে বিদ্যুতের তারে-খুঁটিতে পড়েছে। এসব কারণে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। সরবরাহ কখন স্বাভাবিক হবে সেটাও বলা যাচ্ছে না।

উপজেলার গোপালদী পৌরসভার পল্লী বিদ্যুতের ডিজিএম সরোয়ার জাহান জানান, বিভিন্ন এলাকায় ঝড় বাতাসে বিদ্যুতের তার খুঁটি পড়ে গেছে, কোথাও কোথাও বিদ্যুতের তারে গাছপালা ভেঙে পড়েছে, এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলা যাচ্ছেনা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।