বরগুনা: ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় জেলা বরগুনার ছয় উপজেলা ১৬৪০৮ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিমালের আঘাতে ৩৩৭৪টির অধিক ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও ১৩০৩৪টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছ।
ঘূর্ণিঝড়টির প্রভাবে জোয়ারের পানি অতিরিক্ত ৪ থেকে ৭ ফুট বেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে এলাকার হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হন। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। তলিয়ে গেছে মাছের ঘের। রাস্তা ঘাটে কোমর সমান পানি হওয়ায় বিপাকে পড়েছেন মানুষ।
ঝড়ের প্রভাবে বাঁধ ভেঙে গেছে। প্লাবিত গ্রামগুলোয় শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট শুরু হয়েছে।
জেলার বিভিন্ন স্থানে কয়েক হাজার গাছপালা ভেঙে উপড়ে গেছে। এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে জেলার বেশিভাগ মানুষ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন হাওয়ায় অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আরব আলী শেখ বলেন, ঘূর্ণিঝড় পরিস্থিতির উন্নতি হলে আমরা আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করব।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমজে