ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় বন্যা দুর্গত মানুষের সংখ্যা দুই লাখের বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ২৮, ২০২৪
বরগুনায় বন্যা দুর্গত মানুষের সংখ্যা দুই লাখের বেশি

বরগুনা: উপকূলীয় জেলা বরগুনায় ১২ লাখের বেশি মানুষের বসবাস। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলায় বন্যার বিস্তৃতি ঘটেছে।

দুর্গত মানুষের সংখ্যা অন্তত ২,৩১,৭০০ বলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে।

বন্যায় রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে জেলার ৩০০ গ্রাম প্লাবিত হয়েছে। ১৬৪০৮টি ঘরবাড়ি বিধ্বস্ত। ৬ হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। ৪ হাজার ১৫৭ হেক্টর জমির মাছের ঘের ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। দুর্যোগ পরবর্তী সময় সবচেয়ে বেশি গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। ঘরের ওপর ভেঙে পড়া গাছ অপসারণের সময় ডাল ভেঙে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এছাড়াও প্রায় ৩৭ জনের মতো বিভিন্ন কারণে আহত হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট দপ্তর ক্ষতির তালিকা তৈরি করছে। সে অনুযায়ী সব উপজেলায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মে ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।