ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর মেয়রকে মারধরের ঘটনায় গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
পৌর মেয়রকে মারধরের ঘটনায় গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, তার শিশু ছেলেসহ সমর্থকদের মারধরের ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার এনায়েতপুর থানার গোপালপুর ফুটানি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ইউসুফ আলী বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের মৃত জালাল শেখের ছেলে। তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সমর্থক।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইউসুফ আলী পৌর মেয়রের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

প্রসঙ্গত, গত ১৬ মে দুপুরে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে আসা শিক্ষাবোর্ডের একটি তদন্ত কমিটির সামনে এমপির পিএস সেলিম সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর নেতৃত্বে মেয়রের ওপর হামলা চালানো হয়। পরে এ ঘটনায় মেয়র সাজ্জাদুল হক রেজা বাদী হয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম সরকারকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ইউসুফ আলী ওই মামলার পাঁচ নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।