ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কান্না করায় শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মে ২৯, ২০২৪
কান্না করায় শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ সাদিয়া আক্তার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বাবার বিরুদ্ধে সাদিয়া আক্তার নামে ১১ মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পাষণ্ড বাবা ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। ঘাতক ইমরান পানছড়ির শান্তিনগর এলাকার মো. হান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টায় দিকে শিশু সাদিয়া কান্না করলে ক্ষিপ্ত হয়ে বাবা ইমরান কোলে তুলে জোরে আছাড় মারেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। আহত শিশুটিকে বাড়িতে রেখে চিকিৎসা দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাতে শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পানছড়ি থানার পুলিশ ইমরানকে আটক করেছে। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।