ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
‘তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প’ 

ঢাকা: রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কর্তৃক প্রকাশিত ‘বিচারহীনতার ১২ বছর; তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প’ শীর্ষক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।  

আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১১টায় এ সংকলনের মোড়ক উন্মোচন করেন তাজরীনে নিহত শ্রমিক শাহ আলমের মা সাহারা খাতুন এবং নিহত শ্রমিক হেনা আক্তারের মা রোকেয়া খাতুন।

 

আগামী ২৪ নভেম্বর তাজরীনে আগুনে পুড়িয়ে শতাধিক শ্রমিক হত্যা ও বিচারহীনতার ১২ বছর হতে চলেছে। এতো দীর্ঘ সময় যাওয়ার পরও শাস্তির আওতায় আসেনি দোষীরা, কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি ক্ষতিপূরণের আইনে, শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরিও নিশ্চিত হয়নি।  

আহত শ্রমিকদের পুনর্বাসনেরও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই বিচারহীনতার প্রেক্ষাপটে অন্যান্য প্রতিবাদী কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি প্রকাশ করেছে এই সংকলনটি।

মোড়ক উন্মোচনের আলোচনায় তাজরীন কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ অপরাপর দোষীদের যথাযথ বিচারের আওতায় আনা, ক্ষতিপূরণ আইনে যথাযথ পরিবর্তন/সংশোধন করা, এবং তাজরীনে ঘটনায় আহত শ্রমিকদের কার্যকর পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।  

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সহ-সভাপ্রধান অঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, অ্যাক্টিভিস্ট-লেখক কল্লোল মোস্তফা, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।  

সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেখক-সাংবাদিক এম জে ফেরদৌস, কবি উম্মে রায়হানা, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ-সহ গার্মেন্ট শ্রমিক সংগঠকবৃন্দ।

জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পরিবর্তিত বাস্তবতায় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশের মতো দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমে শ্রমিকদের নিপীড়নের শিকার হতে হচ্ছে বলে দাবি করেন বক্তারা।  

তাই সকল শ্রেণিপেশার নাগরিকদের শ্রমিকদের ন্যায্য সংগ্রামে সংহতি জানিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শ্রমিক অধিকার প্রশ্নে রাষ্ট্র ও কারখানা মালিকদের পাশাপাশি আন্তর্জাতিক বায়ারদেরকে যথাযথ জবাবদিহিতার কাঠামোতে আনতে পারলেই কেবল প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তারা।  

‘বিচারহীনতার ১২ বছর, তাজরীনে শ্রমিক হত্যা: আগুন ও প্রাণের গল্প’ শিরোনামের সংকলনে বিগত ১২ বছরে বিচারহীনতার প্রতিবাদে লেখা কবিতা, গান, নিবন্ধ, নাটক ইত্যাদি সংকলিত হয়েছে। যাদের লেখালেখি সংকলিত হয়েছে তাদের মধ্যে আছেন অরূপ রাহী, আনু মুহাম্মদ, উদিসা ইসলাম, কফিল আহমেদ, ফারুক ওয়াসিফ, সাখাওয়াত টিপু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।