ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা, পলাতক স্বামীসহ পরিবারের সদস্যরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ৩১, ২০২৪
শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা, পলাতক স্বামীসহ পরিবারের সদস্যরা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সদরে সাহানাজ বেগম (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী বিশাল রহমান (২২) ও শ্বশুর ফারুক হোসেনসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

 

শুক্রবার (৩১ মে) ভোরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত সাহানাজ বেগম ওই গ্রামের বিশাল রহমানের স্ত্রী। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কয়েকদিন ধরে তাদের ঝগড়া চলছিল। গত রাতেও তারা ঝগড়া করেছেন। অনুমান করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই বাড়ির সবাই পলাতক রয়েছেন। স্বামী বিশাল রহমান মাদকের সঙ্গে জড়িত। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বাসার সবাই পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্ত করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।