ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ৩, ২০২৪
হালুয়াঘাটে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহ: জেলার হালুয়াঘাটে সেপটিক ট্যাংকে পড়ে আব্দুর রহমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (২ জুন) দুপুরে পৌর শহরের বড়বন মাদরাসা সংলগ্ন নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক ট্যাংকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার আকনপাড়া গ্রামের বাসিন্দা মো. মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় বড়বন মাদরাসার নূরানী শাখার শিক্ষার্থী।  

স্থানীয়রা জানায়, যোহর নামাজের সময় বড়বন মাদরাসার নূরানী শাখার শিক্ষার্থী আব্দুর রহমান খেলতে গিয়ে মসজিদের নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে যায়। এ সময় ঘটনাটি দেখতে পেয়ে সহপাঠীরা মাদরাসা শিক্ষকদের অবহিত করলে তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও তারা তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। পরে স্থানীয় মঞ্জুরুল ও শহীদ নামে দুই ব্যক্তি ট্যাংকে থেকে ওই শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হলে ঘটনাস্থলে গিয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।