ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘স্প্রিং শকআপ’ ভেঙে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুন ৪, ২০২৪
নওগাঁয় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘স্প্রিং শকআপ’ ভেঙে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নওগাঁ: নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং শকআপ (যন্ত্রাংশ) ভেঙে গেছে। এতে বন্ধ রয়েছে উওরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ।

মঙ্গলবার (৪ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।  

রাণীনগর স্টেশন মাস্টার মালিক বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং শকআপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে যায়।

প্রায় দেড় ঘণ্টা পর ত্রুটিপূর্ণ বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বগি উদ্ধারের কাজ চলছে। বগিটি উদ্ধার কাজ শেষ করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুন ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।