ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুন ৭, ২০২৪
গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালবায় গ্রামে এ ঘটনা ঘটে।

 

কাইয়ুম ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে কাইয়ুম রেললাইনের পাশ দিয়ে স্থানীয় সুকান দীঘি বাজারে যাচ্ছিলেন। এসময় লালমনিহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি গরুকে বাঁচাতে এগিয়ে যান যুবক আব্দুল কাইয়ুম। এতে গরুটি বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।