ঢাকা: কুয়েতের মানগাফ শহরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী নেই বলে নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল হোসেন।
আবদুল হোসেন কুয়েতের মানগাফের আগুন লাগা ওই ভবনটি পরিদর্শন করেছেন।
তিনি আরো বলেন, কুয়েতের ওই ভবনে যে প্রতিষ্ঠানে কাজ করা বিদেশি কর্মীরা থাকেন সেই প্রতিষ্ঠানে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত কোনো চাকরির চাহিদাপত্র নেই। এর মানে হলো, আগুন লাগা ভবনে কোনো বাংলাদেশি নেই এবং বাংলাদেশি কর্মীরা আগুনে আহত বা নিহত হননি। তারপরও দূতাবাস থেকে এ বিষয়ে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।
বুধবার (১২ জুন) কুয়েতের এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
টিআর/এসআইএস