ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুন ১৩, ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল নারীর

রাজশাহী: পুকুরের পানিতে ডুবে রোজিনা খাতুন (৪৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর তানোর উপজেলার গোবীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত আবু মাসুদের স্ত্রী।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, সকালে ওই নারী পুকুর পাড়ে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ পুকুরে পড়ে গিয়ে আর উঠে আসতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে রোজিনা মৃগী রোগী ছিলেন। তাদের ধারণা হয়তো এজন্যই তিনি পানি থেকে আর উঠতে পারেননি। তাই তার পরিবারের কোনো অভিযোগ নেই।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।