ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃ্ত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃ্ত্যু প্রতীকী ছবি

নড়াইল: নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদ শেখ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাহিদ জেলা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।  

জানা গেছে, শুক্রবার সকালে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন নাহিদ। পথে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালী ব্রিজ এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের  মৃত্যু হয়।  

এ ব্যাপারে তুলরামপুর হাইওয়ে থানার পরিদর্শক শওকত হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়:  ১৪৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।