ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮, বি-২২ ব্লকের ইয়াসিনের ছেলে সিরাজ উদ্দিন (২০), ক্যাম্প-৮, বি-৫২ ব্লকের মোস্তাক আহাম্মদের ছেলে জাহেদ হোসেন (৪৫)।

এ ব্যাপারে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুই হাজার ইয়াবাসহ ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে নাইক্ষ্যংছড়ি থানায় পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।