ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
রাঙামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক দুই বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনের মরদেহ মিললেও কাপ্তাই হ্রদে একজন নিখোঁজ রয়েছেন।

 

শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার আটারকছড়া এলাকায় এক গৃহবধূ ও কাট্টলূবিলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাঙামাটিতে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। ওইদিন উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা এলাকায় রীনা বেগম (৩৫) এক নারী নিজ ঘরের বারান্দায় বজ্রপাতে মারা যান।

একই সময় হাটের কাজ শেষে মাইনী বাজার থেকে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার এলাকার কাট্টলূবিলে ইঞ্জিনচালিত বোটে বজ্র পড়লে তিনজন মারা যান। নিহতদের নাম - জিয়াউল হক (৫০),  ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া  (৩০)। এ ঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোটচালক আক্কাস আলী (৪৫) নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ প্রশাসন।

তারা চারজনই ভাসাইন্যদম ইউনিয়নের বাসিন্দা।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, এসব ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।