ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, জুন ১৫, ২০২৪
ফতুল্লায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) রাত ১০টায় ফতুল্লার মাসদাইর শেরে বাংলা রোড থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে শেরে বাংলা রোডের এনএস টাওয়ারের সামনে থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষে লাশ উদ্ধার করা হয়।

ওসি বলেন, মৃত ব্যক্তির পরনে সাদা লাল চেক গেঞ্জি ও কালো ফুল প্যান্ট রয়েছে।  শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।  প্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।