ঢাকা, বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪৩১, ২০ জুন ২০২৪, ১২ জিলহজ ১৪৪৫

জাতীয়

দর্শনা চেকপোস্টে ১৯ হাজার ডলারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
দর্শনা চেকপোস্টে ১৯ হাজার ডলারসহ আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১৯ হাজার ১০০ মার্কিন ডলারসহ পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শনিবার (১৫ জুন) সকালে ভারত থেকে দর্শনা চেকপোস্ট হয়ে বাংলাদেশে আসা ওই যাত্রীর কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম সালাম মিয়া (৩৬)।  তিনি শরীয়তপুরের জাজিরা থানার হাজী মকবুল খালাসীকান্দি গ্রামের হাশেম মাতুব্বরের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ১৯ হাজার ১০০ মার্কিন ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি।  তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।  প্রাথমিক পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তবে এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।