ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার ৩১ ঘণ্টা পর ব্রহ্মপুত্রে মিলল সাবেক বিজিবি সদস্যের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
নিখোঁজ হওয়ার ৩১ ঘণ্টা পর ব্রহ্মপুত্রে মিলল সাবেক বিজিবি সদস্যের মরদেহ 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকাডুবে নিখোঁজ হওয়ার ৩১ ঘণ্টা পর অবসরপ্রাপ্ত বিজিব সদস্য আজিজুল হকের (৬৩) মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।  

শনিবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তেঁতুলিয়া বাজার এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে গত ১৪ জুন সকালে অবসরপ্রাপ্ত বিজিব সদস্য আজিজুল হক নদে ডিঙি নৌকাডুবে নিখোঁজ হয়েছিলেন।  

নিহত আজিজুল হক উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, নিখোঁজ হওয়ার পর ঘটনাস্থলে ডুবুরি দল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। এরপর শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে আজিজুল হকের মরদেহ পান ডুবুরিরা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।