ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

অনুমোদন ছাড়া চামড়া বেচায় ৫ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
অনুমোদন ছাড়া চামড়া বেচায় ৫ জনকে জরিমানা

ঢাকা: অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পাঁচ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৭ জুন) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।

প্রতি বছরই রাজধানীর সায়েন্স ল্যাবে কোরবানির পশুর চামড়া বেচা-কেনা করা হয়। রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে চামড়া কেনাবেচা করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তাই এবার ঢাকা দক্ষিণ সায়েন্সল্যাবে চামড়া কেনা-বেচা না করার নির্দেশনা দেয়। কিন্তু সিটি করপোরেশনের এ নির্দেশনার পরও দুপুর থেকে ট্যানারি ও চামড়াশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা ট্রাক, পিকআপভ্যান নিয়ে সায়েন্সল্যাবে চামড়া কিনতে আসেন। এর পরিপ্রেক্ষিতে বিকেলে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।