ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কারাবন্দিরা পেলেন স্বজনদের সাক্ষাৎ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
কারাবন্দিরা পেলেন স্বজনদের সাক্ষাৎ 

নারায়ণগঞ্জ: সাধারণ মানুষের মতো ঈদের আনন্দে মেতে উঠেছেন কারাবন্দিরাও। নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদ উপলক্ষে বন্দিদের তাদের স্বজনদের সাক্ষাতের সুযোগ পেয়েছেন।

 

মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। বাড়ি থেকে রান্না করা খাবারও দেওয়া হয়েছে তাদের।  

জেলা কারাগারে বর্তমানে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত হিসেবে বন্দি রয়েছেন এক হাজার ২৬০ জন। এবার ঈদে কোনো রাজনৈতিক বিশেষ বন্দি নেই।  

জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান,ঈদের দ্বিতীয় দিন বন্দিদের স্বজনদের সাক্ষাৎ ও বাড়ি থেকে রান্না করা খাবার বন্দিদের দিতে পারছেন।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এমআরপি/ এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।