ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদুল আজহার ছুটিতে রাঙামাটিতে বাড়ছে পর্যটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
ঈদুল আজহার ছুটিতে রাঙামাটিতে বাড়ছে পর্যটক

রাঙামাটি: পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাঙামাটিতে পর্যটক সমাগম বাড়ছে। টানা বন্ধের ছুটিতে ঈদের দ্বিতীয় দিনসহ দুদিনে রাঙামাটিতে প্রায় তিন হাজার পর্যটকের আগমন ঘটেছে।

জেলার পর্যটন স্পট পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতুতে পর্যটকদের সমাগম বেশি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের সমাগম কম থাকলেও বিকেল থেকে এ সংখ্যা কয়েকগুণ বাড়ছে। সকাল থেকে রাঙামাটিতে আকাশ মেঘলা ছিল। গরমের তাপমাত্রা কিছুটা কম থাকায় পর্যটকরা স্বস্তি নিয়ে বেড়াতে পারছেন।  

ঢাকা থেকে পলওয়েল পার্কে বেড়াতে আসা পর্যটক সুচীরিতা পারভিন বলেন, অনেকদিন পর রাঙামাটিতে বেড়াতে এসেছি। বিয়ের আগে মা-বাবাকে নিয়ে এসেছিলাম। আজ স্বামী-সন্তান নিয়ে বেড়াতে এসেছি। অনেক ভালো লাগার জায়গা রাঙামাটি। তাই আবারও ফিরে আসা এ শহরে।  

সিরাজগঞ্জ থেকে বেড়াতে আসা পর্যটক ব্যবসায়ী আবুল কালাম বলেন, পাহাড়-নদী ভালো লাগে। তাই পরিবার নিয়ে ছুটে চলে আসলাম। বুধবার (১৯ জুন) সুবলং ঝরনা ও কাপ্তাই হ্রদ ঘুরবো- এমনটা ইচ্ছে আছে।

রাঙামাটি হোটেল-মোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, জেলা শহরের হোটেল-মোটেলগুলো প্রায় ষাট ভাগ বুকিং রয়েছে। বন্ধের বাকি দিনগুলোতে জেলায় পর্যটক সমাগম আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, ঈদের টানা ছুটিতে গত দুদিনে রাঙামাটিতে প্রায় ৩ হাজার পর্যটকের সমাগম ঘটেছে। আয়ও বেড়েছে বেশি। বন্ধের বাকি দিনগুলোতে আরও পর্যটক আসবে বলে প্রত্যাশা করছি।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।