ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

যশোরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
যশোরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

যশোর: সদর ‍উপজেলার বাহাদুরপুর মেহগনিতলার প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণ হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক ভাঙারির জিনিসপত্র সংগ্রহ করে ওই গুদামে রাখা হতো। মঙ্গলবার হঠাৎ করেই গুদামে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

যশোর ফায়ার সার্ভিস ডিফেন্সের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ১১টা ৪ মিনিটে আমারা আগুনের সংবাদ পাই। এরপর যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও যশোর সেনানিবাসের দুটি ইউনিটের সাহায্যে আমরা দুপুর ১২টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনি।

প্লাস্টিকের জিনিসপত্রে আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কারখানায় আগুন লেগেছে বলে ধারণা তার। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাননি সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
ইউজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।