ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

গুইমারায় বাস দুর্ঘটনায় আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
গুইমারায় বাস দুর্ঘটনায় আহত ১২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার হাতিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, চট্টগ্রাম থেকে নাজিরহাট সমিতির একটি বাস খাগড়াছড়ি আসছিল। পথে গুইমারায় হাতিমুড়া এলাকায় এলে পাহাড়ি পথ নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নাজিরহাট সমিতির লাইনম্যান মোহাম্মদ সাহেদ জানান, বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আমিন জানান, আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

 বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।