ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিষ দিয়ে জাপান গার্ডেন সিটিতে কুকুর নিধন, থানায় অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
বিষ দিয়ে জাপান গার্ডেন সিটিতে কুকুর নিধন, থানায় অভিযোগ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ভেতর খাবারে বিষ মিশিয়ে কুকুর মেরে ফেলার অভিযোগে পশুপ্রেমীরা মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনা প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

 

জাপান গার্ডেন সিটিতে বেশ কয়েকটি কুকুর ও একটি বিড়াল মেরে ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা করা হচ্ছে বলে ফেসবুকে পোস্ট করেন একজন ব্যবহারকারী। এ সময় সেখানকার কুকুর-বিড়ালগুলো বাঁচাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সংক্রান্ত কিছু ভিডিও এবং ছবিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে রাতে জাপান গার্ডেন সিটিতে ছুটে যান অনেকে।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, বেশ কিছুদিন ধরে জাপান গার্ডেন সিটিতে একদল বসবাসকারী ‘জেজিজি লাইফ সেফটি’ নামের ব্যানার ব্যবহার করে বেওয়ারিশ কুকুর নিধনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। জাপান গার্ডেন সিটির ভেতরে এ সংক্রান্ত কিছু ব্যানার-ফেস্টুন পাওয়া যায়। সেখানে লেখা ছিল—‘সকল বেওয়ারিশ কুকুর প্রাণিপ্রেমীদের বাসায় পাঠিয়ে দেওয়া হোক’, ‘জাপান গার্ডেন সিটির পরিচ্ছন্নতার স্বার্থে কুকুরের উচ্ছিষ্ট খাবার, মল-মূত্র কুকুরপ্রেমীদের বাসায় প্রেরণ করা হোক’, ‘বেওয়ারিশ কুকুর নিধন করো, এনজিও ব্যবসা বন্ধ করো। ’

রাতে ঘটনাস্থলে ছুটে যান একদল প্রাণিপ্রেমী। এ সময় আদাবর থানা থেকে পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। সেখানে দেখা যায়, জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা খোলা একটি জায়গায় বসে আছেন। কয়েকজনকে পুলিশসহ আসতে দেখে সেখান থেকে অনেকে উঠে চলে যান। ২২ নম্বর বিল্ডিং ফ্ল্যাট মালিক সমিতির সেক্রেটারি শাহ নুর ভুঁইয়া সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আগত প্রাণিপ্রেমীদের বোঝানোর চেষ্টা করে বলেন, আমি নিজেও কুকুরগুলোকে খাবার দেই, আমার বাসা থেকেও দেয়। তাদের প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে। তবে এখানে কুকুরে কামড়ানোর মতো নেতিবাচক ঘটনাও আছে। এই কুকুরগুলোর কোনো মালিক নেই। অনেকে অভিযোগ দেয় কুকুর নিয়ে। আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া আছে নিরাপত্তারক্ষীদের যে, কুকুর দেখলে বের করে দিতে। আমরা কুকুরকে এখান থেকে বের করে দেই। তবে আজকের ঘটনা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি সিটি কর্পোরেশনকে চিঠি দেব। আপনারা যথাযথ ব্যবস্থা নেন।

এদিকে জাপান গার্ডেন সিটির এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ। ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিলো তারা। ’

এর ঠিক আগের পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ করছি, বিষয়টি গুরুত্ব দিয়ে আপনারা বরাবরের মতোই পাশে থাকুন। এই বর্বরতা মেনে নেওয়া যাবে না। এটি কেবল কুকুর হত্যা নয়, বিষ প্রয়োগে কাউকে হত্যা মানে মধ্যযুগীয় বর্বরতাকে মনে-প্রাণে ধারণ করা একটা সমাজের বিরুদ্ধে লড়াই। ’

এ ঘটনায় প্রাণীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন জাপান গার্ডেন সিটি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।