ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুন ২১, ২০২৪
কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)।

আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।  

স্থানীয় পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন স্বজনদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় তাদের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটিচাপা পড়ে মারা যান।

তিনি বলেন, ঘটনার পর তাদের মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটি চাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদের দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হেলাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।