ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
মেহেরপুরে মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে জরিমানা

মেহেরপুর: বিভিন্ন অননুমোদিত ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে মেসার্স আরমান বীজ ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অননুমোদিত বিভিন্ন কোম্পানির ৭৩০ প্যাকেট লাল স্বর্ণ জাতের বীজ ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার রাজনগর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান।  

মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক ও মেহেরপুর সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এসময় উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, গোপন সংবাদে জানতে পেরে রাজনরগর গ্রামের আরমান বীজ ভাণ্ডর থেকে ধানের বিভিন্ন জাতের বীজ বরিশালের বিক্রির জন্য ট্রাকযোগে নেওয়া হচ্ছে। অননুমোদিত এসব বীজ মানহীন। পরে সেখানে অভিযান চালিয়ে এক ট্রাক বীজ জব্দ করা হয়। এদের মধ্যে অনুমোদনহীন লাল স্বর্ণ জাতের বীজ রয়েছে ১০ কেজি ওজনের ৭৩০ বস্তা, এছাড়াও ব্রী ধান ৮৭, বি.আর ১০, বি.আর ১১ এর এক হাজার ৬০০ বস্তা বীজ।  

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ রাখার দায়ে বীজ আইনে আরমান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গোডাউনে থাকা ৭৩০ বস্তা ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ ধ্বংস অথবা প্রাণিখাদ্য হিসেবে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাকি এক ট্রাক বীজ ট্রাকসহ জব্দ দেখানো হয়।  

তিনি আরও জানান, বীজগুলোর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে। ফলাফল মানসম্মত হলে আরমান বীজ ভাণ্ডারের মালিককে বীজ ফেরত দেওয়া হবে। ফলাফল মানসম্মত না হলে বাকি বীজগুলো প্রাণিখাদ্য ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।