ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে অনুমোদনহীন বেকারি ও কয়েল কারখানায় অভিযান-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
নারায়ণগঞ্জে অনুমোদনহীন বেকারি ও কয়েল কারখানায় অভিযান-জরিমানা

নারায়ণগঞ্জ: জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে দুই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৪ জুন) সদর উপজেলার পাইকপাড়া ও সৈয়দপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় পাইকপাড়ায় অনুমোদনহীন একটি বেকারিকে ৫০ হাজার টাকা ও সৈয়দপুর এলাকায় অনুমোদনহীন একটি কয়েল কারখানাকে ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দুইটি কারখানায় অভিযান চালিয়ে একটিতে ৩০ হাজার ও আরেকটিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।