ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তরুণের প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল তরুণের প্রাণ ফাইল ছবি

রাজশাহী: রাজশাহীতে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সোহান হোসেন (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সঙ্গে থাকা তার বাবাও।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে।  

সোহান চাঁপাইনবাবগঞ্জ জেলার দবির উদ্দিনের ছেলে। দবির উদ্দিন পুলিশ সদস্য। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুপুরে পুলিশ সদস্য দবির ও তার ছেলে মোটরসাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। তারা উপজেলার গোপালপুর সড়কে পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।  

আহত অবস্থায় দবিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।