ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অটোরিকশায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অটোরিকশায় আগুন

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।

তবে যাত্রীরা আগে থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

শুক্রবার (২৮ জুন) দুপুরে কসবা-কুমিল্লা রোডের কসবা টি আলি বাড়ির মোড় এলাকায় সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে কামাল ইসলাম ও জসিম উদ্দিন নামের স্থানীয় দুই সিএনজিচালক দৌড়ে ঘটনাস্থলে ছুটে যান। তারা পানি ঢেলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের দেখে আরও কয়েকজন এগিয়ে আসেন। এরপর তারা গাড়িটিকে ঠেলে সড়কের পাশে পুকুরে ফেলে দেন। পরে সিএনজিটি পুকুরের পানিতে ডুবে যাওয়ায় আগুন নিভে যায়।

সিএনজি যাত্রী জামাল হোসেন জানান, দুপুরে নয়নপুর বাজার থেকে চারজন যাত্রী নিয়ে কসবার দিকে আসছিলেন তারা। পথে টি আলীর মোড়ে পৌঁছালে হঠাৎ সিএনজিতে শব্দ হলে যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়েন। এ ঘটনা দেখে চালক পালিয়ে যান। সিএনজির গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।  

এ বিষয়ে কসবা কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো আবদুল্লাহ খালিদ বলেন, সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। পরে আগুনে পোড়া সিএনজিটি পুকুর থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখা হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।