ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
গোপালগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় বাসচাপায় নৃপেন মজুমদার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহত ব্যবসায়ী নৃপেন মজুমদারের (৫৫) বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, ব্যাটারি চালিত ইজিবাইকে মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন ব্যবসায়ী নৃপেন মজুমদার। পথে কাজুলিয়া এলাকায় দ্রুতগামী একটি লোকাল বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নৃপেন নিহত হন। এতে আহত হন ইজিবাইকটির চালক ভজন বিশ্বাস। আহত ভজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদরাসার সামনে বাসের চাপায় ছকু শেখ (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হন। এতে আহত হন নিলুফা বেগম (৩৩) নামে এক যাত্রী।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৪

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।