ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলনগরে রাসেলস ভাইপার সাদৃশ্য সাপ পিটিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
কমলনগরে রাসেলস ভাইপার সাদৃশ্য সাপ পিটিয়ে হত্যা 

লক্ষ্মীপুর: জেলার কমলনগরের মেঘনা নদীর তীরে রাসেলস ভাইপার সাদৃশ্য একটি সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা।

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে সাপটি দেখতে পেয়ে উপস্থিত লোকজন ‘রাসেল ভাইপার’ মনে করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

 

স্থানীয়দের দাবি, সাপটি বহুল আলোচিত বিষাক্ত রাসেলস ভাইপার। তবে উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান জানিয়েছেন, এটি রাসেলস ভাইপার নয়, অন্য কোনো প্রজাতির সাপ হতে পারে।

উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। সেখানে সাপটি এখনও পড়ে আছে। দেখতে হুবহু রাসেলস ভাইপারের মতো। এটি রাসেলস ভাইপারই হতে পারে।  

কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। তবে সাপটি রাসেলস ভাইপার নয়। রাসেল ভাইপারের ধরনের সঙ্গে অধিকাংশই মিল নেই। এটি অন্য কোনো প্রজাতির সাপ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।