ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাসহ জোড়া খুনের ঘটনায়, গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাসহ জোড়া খুনের ঘটনায়, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতে তিনি মামলাটি দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য ও নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

মামলার প্রধান আসামি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আশরাফুল হক।

গ্রেপ্তাররা হলেন- প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।