ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী গ্রামে পাহাড় ধসে মো. আবু বক্কর (৫৫) নামে এক মৃত্যু হয়েছে।  

শনিবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাঠে কাজ করতে যান কৃষক আবু বক্কর। তবে আগে থেকে বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ফাটল ধরে ছিল। দুপুরে আবু বক্কর যখন বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষি কাজ করছিলেন, তখন হঠাৎ পাহাড়ের সেই ফাটল ধরে থাকা মাটি ধসে পড়ে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ের মাটিচাপায় কৃষক মো. আবু বক্কর নিহত হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তার বাড়িতে মরদেহ নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ