ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-ছেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-ছেলের মৃত্যু

সিলেট: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে বঙ্গবন্ধু সড়কের খাগাইল এলাকার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী জেলা সদরের খামারগাও এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও শিশু সন্তান আব্দুল্লাহ (৭)। আহত হয়েছেন দেলোয়ার ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় স্মৃতি ও তার ছেলে ঘটনাস্থলে মারা গেছেন। তারা কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়েছিলেন।

কোম্পানিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। স্মৃতি ও আব্দুল্লাহর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মো. দস্তগীর বাংলানিউজকে বলেন, বিপরীতগামী বেপরোয়া গতির একটি ট্রাক সিলেট শহরমুখী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে মা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।