ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিলাহাটি-হলদিবাড়ী সড়কপথের পরিকল্পনাও আছে: ভারতীয় সহকারী হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
চিলাহাটি-হলদিবাড়ী সড়কপথের পরিকল্পনাও আছে: ভারতীয় সহকারী হাইকমিশনার

নীলফামারী: রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় বলেছেন, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের হলদিবাড়ী পর্যন্ত রেলপথের পাশাপাশি সড়ক পথে সংযোগ স্থাপনের পরিকল্পনা আছে ভারত ও বাংলাদেশ সরকারের।

রোববার (৩০ জুন) দুপুরে চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্ট রেলপথ পরিদর্শন কালে ভারতীয় রাজশাহী বিভাগীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রায় এসব কথা বলেন।

মনোজ কুমার রায় আরও বলেন, চিলাহাটি স্থলবন্দর হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্ধুপ্রতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়ক পথ স্থাপন করতে চায় ভারত সরকার। ফলে বদলে যাবে অত্র এলাকার আর্থ সামাজিক উন্নয়নের চিত্র।  

এসময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান, জেলা ড্রাগ এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ নেছার উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।