ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিকের কারখানায় মেশিনে কাজ করার সময় নজরুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচর কয়লাঘাট তারা মসজিদ এলাকার কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে।
কারখানাটির মালিক তোফাজ্জল হাসান তপু জানান, প্রায় ২০ বছর ধরে কারখানাটিতে কাজ করে আসছেন নজরুল। দুপুরে প্লাস্টিক কাটার মেশিনে একাই কাজ করছিলেন তিনি। তখন অসাবধানতাবশত মেশিনটির ভেতর তার বাম হাত ঢুকে যায়। সঙ্গে সঙ্গে কব্জির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তার চিৎকারে আশপাশে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
তোফাজ্জল জানান, আহত নজরুল ইসলামের বাড়ি শরীয়তপুরের পালং থানায়। তার বাবার নাম আব্দুল মান্নান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ওই শ্রমিকের বাম হাতের কব্জির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এজেডএস/এইচএ/