ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে শয়নকক্ষে পড়েছিল নারীর গলাকাটা মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, জুলাই ২, ২০২৪
ফরিদপুরে শয়নকক্ষে পড়েছিল নারীর গলাকাটা মরদেহ  প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকায় একটি বাড়ির শয়নকক্ষ থেকে ময়না বেগম (৬৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১ জুলাই) রাতে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না বেগম একই এলাকার মৃত গেন্দু মল্লিকের স্ত্রী।  

নিহত নারীর ছেলে কোরবান মল্লিক জানান, ১ জুলাই দুপুর ২টার দিকে তার মা ময়না বেগম বিছানায় শুয়ে ছিলেন। সন্ধ্যার দিকে তিনি তার মায়ের খোঁজ নিতে গেলে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় তার স্ত্রীসহ প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর ময়না বেগমকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ হত্যার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যর কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অজ্ঞানামা আসামি করে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।